Wednesday, January 23, 2019

যে কোন ঔষধ এর মূল্য জেনে নিন খুব সহজে সাথে অনেক কিছু






সসালামু আলাইকুম। কেমন আছেন সবাই..? আশা করি সবাই ভালো আছেন।।


# Bangla Cm  এর সাথে থাকলে সবাই ভালো থাকে এটা আমরা সবাই জানি কারণটা আর বলার প্রয়োজন নেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতদিনে কারণ আমি যতগুলো পোস্ট করি সব পোস্ট আপনাদের কম বেশি কাজে লাগে তাই তো আপনারা প্রতিদিন আমার সাইট ভিজিট করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা করব আপনারা প্রতিদিন এরকম ভিজিট করে আমাদের সাইটকে এগিয়ে নিতে সাহায্য করবেন




অ্যাপস এর মেনু:-





বাংলাদেশের যে কোন ঔষধ এর সঠিক মূল্য,


যে কোন ঔষধ এর নির্দেশনা,


যেকোনো ডাক্তারের ঠিকানা ও চেম্বার,


ছোটখাটো রোগের ঔষধ খুজে বের করা,


যেকোন ফার্মেসি এর ঠিকানা


সকল হাসপাতালের তথ্য



অ্যাপস ওপেন করলে আপনারা সবকিছু এমনিতেই বুঝতে পারবেন তার পরেও আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি







Apps ডাউনলোড করা হয়ে গেলে অপেন করুন ওপেন করার পর সুন্দর একটা এন্টারপ্রাইজ চলে আসবে এখানে দেখুন দেওয়া আছে ঔষধ সার্চ করার নিয়ম ঔষধ এর মূল্য এমন কি হেলথ টিপস একদম নিচ দিয়ে দেখুন ঔষধ ডিরেক্টরি ডাক্তার নির্দেশনা দেওয়া আছে এখানেও আপনার ইচ্ছামত সব পাবেন



এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ঔষধ এর মূল্য দেখিবেন ঔষধ মূল্য নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করুন তারপর



এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রতি ঔষধ এর পিচ এর মূল্য সঠিক দেওয়া রয়েছে তবে যদি এখন কোন ঔষধের মূল্য বেড়ে যায় তাহলে সেটা অন্য ব্যাপার আমি কিছু ওষুধ সার্চ করে বের করে রেখে দিয়েছিলাম দেখার জন্য এই ওষুধগুলো বাজারের মূল্যে বিক্রি হচ্ছে কিনা সার্চ করে দেখলাম সম্পূর্ণ সঠিক মূল্য দেওয়া রয়েছে এখানে



আমি চাইলে পুরো সফটওয়্যার এর মধ্যে যতগুলো স্কিন ছিল সব গুলো স্ক্রিনশট দিতে পারতাম কিন্তু সবগুলাই স্কিন এখানে তুলে ধরার কোন প্রয়োজন নেই কারণ এই সফটওয়্যারটি এতো ভালো করে মোটিভেশন করা হয়েছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যার কারণে আমি এই সফটওয়্যার এর বেশি কিছু আলোচনা করলাম না শুধুমাত্র কিভাবে আপনি ঔষধের মূল্য দেখিবেন সেই বিষয় নিয়ে আলোচনা করলাম



এই পোস্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন প্রতিদিন ভিজিট করে আমাদের সাইটকে এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.