হ্যালো ব্রাদার কেমন আছেন সবাই Blog সাইট এর নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম ব্রাদার Blog সাইট নিয়ে আমি এর আগে অনেক পোস্ট করেছি যেগুলা থেকে আপনারা সম্পূর্ণভাবে উপকৃত হয়েছেন এবং অনেকেই Blog Site এর কাজ দেখে অনেক উৎসাহ দিয়েছেন আমাকে যার কারণে আমি সম্পূর্ণ টিউটরিয়াল দিয়েছি আপনাদেরকে আমার জানামতে অনেকেই এডসেন্স পেয়েছেন যাই হোক এগুলো পুরাতন কথা নতুন কথায় আসি||
টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি Blog Site এর শেষে যে কিছু এক্সট্রা URL চলে আসে যেমন( m=1?) যেগুলা আপনার সাইটে সৌন্দর্য আপনার সাইটের Link এর সৌন্দর্য নষ্ট করে ফেলছে অনেকেই বুঝে যায় এগুলা Blog Site তাই অনেকে visit করতে চায় না আজকের পর থেকে এমনটা আর হবে না কারণ এরপর আপনার সাইটের শেষে যে কি url রয়েছে/m=1? আর থাকবে না....
তাছাড়া আপনার ওয়েবসাইটে post করেন সেই পোষ্টের URL এর মধ্যে যে তারিখে পোস্ট করেছেন সেই তারিখ চলে আসে আজকের পর থেকে আর আসবেনা সমাধান আমি দিয়ে দেব সামান্য কিছু কাজ করতে হবে যা প্রত্যেকটি Blog Site এডমিনরা করতে পারবেন...
যাইহোক আর কথা বাড়িয়ে লাভ নেই এখন আসল কাজ টাই করে ফেলি....
m=1? রিমুভ করার নিয়ম
প্রথমে ক্রোম ব্রাউজার অথবা প্রফিন ব্রাউজার দিয়ে ভিজিট করুন/ ল্যাপটপ দিয়ে কাজটা করলে অনেক সুবিধা হবে মোবাইল ইউজারদের জন্য আলাদা নিয়ম দিয়ে দেবো যেটা প্রত্যেক ছোট-বড় Blog Admin করতে পারবে যে যার মতন ভিজিট করুন আপনার ব্লগ সাইটে.
আপনার ব্লগ সাইটে ভিজিট করার পর Theme নামে যে অপশন রয়েছে Click করুন
এখন একটু লক্ষ্য করুন Edit HTML এই অপশনটিতে ক্লিক করুন...
এখন আপনি খুঁজে বের করুন <head> এটি খুঁজে বের করার পর এই <head> এর নিচে Code টি বসিয়ে দিন
- <script type='text/javascript'>
- //<![CDATA[
- var uri = window.location.toString();
- if (uri.indexOf("%3D","%3D") > 0) {
- var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D"));
- window.history.replaceState({}, document.title, clean_uri);
- }
- var uri = window.location.toString();
- if (uri.indexOf("%3D%3D","%3D%3D") > 0) {
- var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D%3D"));
- window.history.replaceState({}, document.title, clean_uri);
- }
- var uri = window.location.toString();
- if (uri.indexOf("&m=1","&m=1") > 0) {
- var clean_uri = uri.substring(0, uri.indexOf("&m=1"));
- window.history.replaceState({}, document.title, clean_uri);
- }
- var uri = window.location.toString();
- if (uri.indexOf("?m=1","?m=1") > 0) {
- var clean_uri = uri.substring(0, uri.indexOf("?m=1"));
- window.history.replaceState({}, document.title, clean_uri);
- }
- //]]>
- </script>
এই কোডটি সম্পূর্ণ কপি করে বসানোর পর Save Thems করে দিন কাজ শেষ
এখন অনেকেই প্রশ্ন করতে পারে ব্রাদার মোবাইল দিয়ে কিন্তু এখানে বসানো সম্ভব হবে না তবে প্রফিন ব্রাউজার দিয়ে বসানো যায় এতে অনেক প্রবলেমে পরতে হয় তবে মোবাইল দিয়ে কিভাবে করব আপনি যে বললেন করতে পারব ||
সমস্যা নেই আপনাদের জন্য এর আগেই এই নিয়ে পোস্ট করে রেখে দিয়েছি নিচের লিঙ্ক থেকে পোস্ট পড়ে নেবেন তাহলে এডিট করতে পারবেন মোবাইল দিয়েই
মোবাইল দিয়ে কাজ শুরু করার আগে অবশ্যই থিমস ডাউনলোড করে নেবেন যেটি আপনার ব্লগ সাইটে রয়েছে তারপর এই থিমস এডিট করে আবার আপলোড করলেই কাজ হয়ে যাবে